MMC Classes Upload System:
মাল্টিমেডিয়া ক্লাশ চালুর আগে মোবাইলে এমএম সি এপস চালু করতে হবে। প্রথমে পাওয়ার বাটন চেপে মোবাইল অন করতে হবে। তারপর ডাটা / ওয়াই-ফাই চালু করতে হবে। এর পর গুগল প্লে স্টোর বাটন টাচ্ করে প্লেস্টের চালু করতে হবে।

প্লেস্টোরের সার্চ বাটন টাচ্ করে সার্চ বক্স চালু করতে হবে।
অতঃপর বক্সে লিখে MMC সার্চ দিতে হবে।
এর যে স্ক্রিন আসবে Install বাটনে চাপ দিয়ে Installation চালু করতে হবে।
স্ক্রিনে এরুপ অবস্থা দেখলে বুঝতে হবে Install হচ্ছে।
স্ক্রিনে এরুপ অবস্থা দেখলে বুঝতে হবে Install সম্পন্ন হয়েছে।
এর পর ওপেন বাটনে চাপ দিয়ে প্রোগ্রাম এপস চালু করতে হবে।
Open Button চালু না করে মুল স্ক্রিনে ফিরে গেলে MMC লোগো আইকোন দেখা যাবে। আইকোনে চাপ দিলেই পরবর্তী স্ক্রিন দেখা যাবে।
এর পর প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাস ওয়ার্ড সেট করতে হবে।
অতঃপর লগইন বাটনে চাপ দিতে হবে।
লগইন সম্পন্ন হলেই এপস মোবাইলের ফটোস (Photos) মেডিয়া (Media) ফাইল (Files) ব্যবহারের অনুমতি চাইবে। তাই এপস চালু করতে চাইলে Allow বাটনে চাপ দিতে হবে। এর পর পরবর্তী স্ক্রিন দেখা যাবে।
মোবাইলটি কোন এলাকায় ব্যবহার হচ্ছে তা এপস জানতে চাইবে। তাই সেক্ষেত্রে Device's Location On করে রাখতে হবে। আর Location On করা না থাকলে এরুপ স্ক্রিন আসবে। সেক্ষেত্রে Allow বাটনে চাপ দিতে হবে।
আগে থেকেই মোবাইলে এপস টি লগইন করা থাকলে MMC চাপ দিলেই এরুপ স্ক্রিন দেখা যাবে। অতঃপর পরবর্তী স্ক্রিন দেখা যাবে।
এতে প্রতিষ্ঠানের নাম, প্রতিবেদন দাখিলে অপশন, পুর্ববর্তী প্রতিবেদনের অপশন এবং ক্লাশ সংখ্যার অশসন দেখা যাবে
ফাইনাল সাবমিট