সোমবার, ২২ আগস্ট, ২০২২

What is Future Continuous Tense?

Future Continuous Tense

Definition: কোন কাজ ভবিষ্যৎ কালে চলতে থাকবে বুঝালে বা এরুপ ভাব প্রকাশ করলে Verb-এর Future Continuous Tense হয়।
Structure: Subject + shall be, will be (according to Number and person) + verb + ing + object + Extension.

1st Person:
I shall be drinking water.
We shall be reading newspaper on holiday.
2nd Person:
You will be teaching me English.
You will be digging a hole on the ground tomorrow.
3rd Person:
He/She/Rahim will be driving a car to school.
They will be swimming in the river tomorrow morning.
Translation:
মাহিন বিদ্যালয়ে যেতে থাকবে। – Mahin will be going to school regularly.
রহমান তোমাকে সাহায্য করতে থাকবে। – Rahman will be helping you.
হামিদ তার শিক্ষকের কাছে থেকে পড়া শিখতে থাকবে। – Hamid will be learning lesson from his teachers.
আমি রাত্রে ঘুমাতে থাকব। – I shall be sleeping at night.
আমরা রাত্রে চাঁদ দেখতে থাকব। – We shall be seeing moon at night.
ছেলেরা মাঠে ফুটবল খেলতে থাকবে। – The boys will be playing football in the field.
মেয়েরা ওঠানে খেলতে থাকবে। – The girls will be playing in the yard.
পাখিরা সকালে আকাশে উড়তে থকাবে। – Birds will be flying in the sky in the morning.
দুলাল একটি কবিতা আবৃতি করতে থাকবে।– Dulal will be reciting a poem.
মিজান নদীর পাড়ে বেড়াতে থাকবে। – Mijan will be walking on the bank of river.
ঘোড়া ঘাস মাঠে খেতে থাকবে।– The horse will be eating grass in the field.
তারা লুডু খেলতে থাকবে। – They will be playing ludu.
আমরা বেড়াতে থাকব। – We shall be walking.
আমি তাকে সাহয্য করতে থাকব। – I shall be helping him.
আমি ইংরেজী শিখতে থাকব। – I shall be learning English.
আমি একটি গল্প পড়তে থাকব। – I shall be reading a story.
কামাল গাড়ি চালাতে থাকবে না।– Kamal will not be driving a car.
হাসান মাদরাসায় যেতে থাকবে না।– Hasan will not be going to madrasah.
রিয়াদ ধুমপান করতে থাকবে না।– Reyad will not be smoking.
হামিদা বাড়ি যেতে থাকবে না।– Hamida will not be going home.
আজ কি বৃষ্টি হতে থাকবে?- Will it be raining today?
জামাল কি মাছ ধরতে থাকবে?- Will Jamal be catching fish?
তিনি কি রুটি খেতে থাকবেন? – Will he be eating bread?
আমরা কি ভাত খেতে থাকব না? – Shall we not be eating rice?
হাবলু কি খেলতে থাকবে না? – Will Hablu not be playing?
গরু কি লাঙ্গল টানতে থাকবে? – Will the cow be drawing the plough?
সে কি চা পান করতে থাকবে? – Will he be drinking tea regularly?
হাসিব কি গান গাইতে থাকবে? – Will Hasib be singing a song?
Please waite...............................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিশুর জ্ঞান বিকাশ

  শিশুর জ্ঞান বিকাশ একটি শিশুর ভুমিষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় তার শিক্ষা জীবন। তার প্রতিটি অঙ্গের সঞ্চালনে রয়েছে শিক্ষা। সুস্থ, স্বাভাবি...