সোমবার, ২২ আগস্ট, ২০২২

What is Present Perfect Tense?

Present Perfect Tense

What is Present Perfect Tense?
Definition: কোন কাজ বর্তমানে সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে বা এরুপ ভাব প্রকাশ করলে Verb-এর Present Perfect Tense হয়।
Structure of present perfect tense: Subject + have, has (according to Number and person) + Past participle form of Principal verb + object + Extension.
1st Person:
I have helped my brother.
We have finished our work.
2nd Person:
You have done the sum.
You have sung a song.3rd Person:
He/She/Rahim has killed a snake.
They have seen a beautiful bird on tree.
Translation:
জয়নাল ঢাকা হলে চট্টগ্রাম আসল। - Joynal has come to Chattagram from Dhaka.
তারেক তার কর্তব্য পালন করেছে। - Tarek has done his duty.
তারা বিড়ালটিকে প্রহার করছে। - They have beaten the cat.
আমি ভাত খেলাম।– I have eaten rice
রহিম বইটি পড়েছে। - Rahim has read the book.
সে ভাত রান্না করেনি।– She has not cooked rice.
তোমরা বাজারে যাওনি। - You have not gone to Bazar.
রিমন কি ছবি একেঁছে? – Has Rimon drawn pictue?
তোমরা কি ইঁদুরটি মেরেছ? – Have you killed the rat?
আমি কাজটি করিনি।– I have not done the work.
সে কি একটি দরখাস্ত লিখেছে?- Has he written an application?
তারা মাঠে খেলতে গেল। - They have gone to play in the field.
আমি একটি উপন্যাস পড়েছি। - I have read a novel.
তোমরা কি একটি পাখি ধরেছো? – Have you caught a bird?
ময়নুল কি স্কুলে গিয়েছে?- Has Moynul gone to school?
তুমি কি একটি কলম কিনেছ? - Have you bought a pen?
তুমি তোমার দায়িত্ব পালন করেছ। - You have done your duty.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিশুর জ্ঞান বিকাশ

  শিশুর জ্ঞান বিকাশ একটি শিশুর ভুমিষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় তার শিক্ষা জীবন। তার প্রতিটি অঙ্গের সঞ্চালনে রয়েছে শিক্ষা। সুস্থ, স্বাভাবি...