সোমবার, ২২ আগস্ট, ২০২২

What is Present continuous Tense?

Present Continuous Tense

What is Present continuous Tense?
Definition: কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে বুঝালে বা এরুপ ভাব প্রকাশ করলে Verb-এর Present Continuous Tense হয়।
Structure of Present continuous Tense: Subject + am, is, are (according to Number and person) + verb + ing + object + Extension.

1st Person:
I am drinking water.
We reading newspaper.
2nd Person:
You are teaching me English.
You are digging a hole on the ground.
3rd Person:
He/She/Rahim is driving a car.
They are swimming in the river.
Translation:
আমি একটি অংক করতেছি। - I am doing a sum.
তারা বই পড়ছে। - They are reading books.
আজিজ একটি কবিতা লিখছে। - Aziz is writing a poem.
তারা একটি ঘর নির্মাণ করছে। - They are building a house.
আমরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করছি। - We are accepting him as a friend.
রহিম স্বপ্ন দেখছে। - Rahim is dreaming.
কামাল এখন ইংরেজী পড়ছে। - Kamal is reading English now.
তারা বনে কাঠ পুড়ছে। - They are burning the wood in the jungle.
সে আমার ব্যাপারটা চিন্তা করছে। - He is thinking over my matter.
সে গাছের পাতা ছিঁড়ছে। - He is tearing the tree’s leaves.
কৃষক গরু তারাচ্ছে না। - The farmer is not driving the cow.
তারা কি তাদের মত বদলাচ্ছে? – Are they changing their opinion?
পুলিশ কি চোরটিকে ধরছে? – Is the police catching the thief?
সে কি নদীতে মাছ ধরছে? - Is he catching fishes in the river?
ছেলেটি একটি ঘুড়ি উড়াচ্ছে। - The boy is flying a kite.
আমি ঢাকা যাচ্ছি না। - I am not going to Dhaka.
সে কি আল্লাহর নিকট প্রার্থনা করছে না? – Is he not praying to Allah?
তাহারা কি নদীতে গোসল করছে? – Are they bathing in the river?
আমার দাদা খরবের কাগজ পড়ছেন। - My grandfather is reading newspaper.
সে কি আমাকে সাহায্য করছে। - Is he helping me?
শিক্ষক ছাত্রদের ক্লাশে ইংরেজী পড়াচ্ছেন। - The teacher is teaching English in the class.
আমরা তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করাছি না। - We are not asking you questions.
ছাত্ররা ক্লাশে গোলমাল করছে। - The students are making a noise in the class.
তুমি আমার জন্য অপেক্ষা করছ। - You are waiting for me.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিশুর জ্ঞান বিকাশ

  শিশুর জ্ঞান বিকাশ একটি শিশুর ভুমিষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় তার শিক্ষা জীবন। তার প্রতিটি অঙ্গের সঞ্চালনে রয়েছে শিক্ষা। সুস্থ, স্বাভাবি...