সোমবার, ২২ আগস্ট, ২০২২

What is Future Indefinite Tense?

Future Indefinite Tense

Definition: কোন কাজ ভবিষ্যৎ কালে হবে বুঝালে বা এরুপ ভাব প্রকাশ করলে Verb-এর Future Indefinite Tense হয়।
Structure of Future Indefinite Tense: Subject + shall, will (according to number and person) + present form of Verb + object + Extension.

1st Person:
I shall eat bread in the morning.
We shall watch TV after learning our lesson.
2nd Person:
You Will run on the road tomorrow.
You will help the blind man when he cross the road.
3rd Person:
He/She/Rahim will cook food for his/her family.
They will catch fishes in the pond.

Translation:
মাহিন প্রতিদিন বিদ্যালয়ে যাবে। – Mahin will go to school regularly.
রহমান তোমাকে সাহায্য করবে। – Rahman will help you.
হামিদ তার শিক্ষকের কাছে থেকে পড়া শিখবে। – Hamid will learn lesson from his teachers.
আমি রাত্রে ঘুমাব। – I shall sleep at night.
আমরা রাত্রে চাঁদ দেখব। – We shall see moon at night.
ছেলেরা মাঠে ফুটবল খেলবে। – The boys will play football in the field.
মেয়েরা ওঠানে খেলবে। – The girls will play in the yard.
পাখিরা সকালে আকাশে উড়বে। – Birds will fly in the sky in the morning.
দুলাল একটি কবিতা আবৃতি করবে।– Dulal will recite a poem.
মিজান নদীর পাড়ে বেড়াতে যাবে। – Mijan will go to the bank of river for a walk.
ঘোড়া ঘাস মাঠে খাবে।– The horse will eat grass in the field.
তারা লুডু খেলবে। – They will play ludu.
আমরা বেড়াতে যাব। – We shall go for a walk.
আমি তাকে একখানা বই দেব। – I shall give him a book.
আমি ইংরেজী শিখব। – I shall learn English.
আমি একটি গল্প পড়ব। – I shall read a story.
তুমি দেরি করবে না। – You will not late.
কামাল গাড়ি চালাবে না।– Kamal will not drive a car.
হাসান মাদরাসায় যাবে না।– Hasan will not go to madrasah.
রিয়াদ ধুমপান করবে না।– Reyad will not smoke.
তারা কি পরীক্ষায় পাস করবে? – Will they pass in the examination?
হামিদা বাড়ি যাবে না।– Hamida will not go home.
আজ কি বৃষ্টি হবে?- Will it rain today?
জামাল কি মাছ ধরবে?- Will Jamal catch fish?
তিনি কি রুটি খাবেন? – Will he eat bread?
আমরা কি ভাত খাব না? – Shall we not eat rice?
হাবলু কি খেলতে য়াবে না? – Will Hablu not go to play?
গরু কি লাঙ্গল টানবে? – Will the cow draw the plough?
সে কি প্রত্যেহ চা পান করবে? – Will he drink tea regularly?
হাসিব কি গান গাবে? – Will Hasib sing a song?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিশুর জ্ঞান বিকাশ

  শিশুর জ্ঞান বিকাশ একটি শিশুর ভুমিষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় তার শিক্ষা জীবন। তার প্রতিটি অঙ্গের সঞ্চালনে রয়েছে শিক্ষা। সুস্থ, স্বাভাবি...