সোমবার, ২২ আগস্ট, ২০২২

What is Present Indefinite Tense?

Present Indefinite Tense

What is present indefinite tense?
Definition: কোন কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে বুঝালে বা এরুপ ভাব প্রকাশ করলে Verb-এর Present Indefinite Tense হয়।
Structure of present indefinite tense:
Subject + Verb + s or es according to Number and person + object + Extension.
বাংলা বাক্যে Prestent Indefinite tense চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে ই, এ, ও, য়, য়া, এদের যে কোন একটি যোগ থাকে অর্থাৎ ক্রিয়া যদি –যাই, খাই, পড়ি, ধরি, শুনি এরুপ অবস্থায় থাকে অথবা সাধারণ ভাবে কোন ঘটনা ঘটার বর্ণনা থাকে অথবা কাজটি যদি কোন অভ্যাস জনিত ঘটনা হয় অথবা কাজটি চিরন্ত সত্য হয় তাহলে বাক্যটি Prestent Indefinite tense হবে।
সাধারণ বাক্য:
রহিম গান গায়।– Rahim sings a song.
রিমা চিঠি লিখে। - Rima writes a letter.
হামিদ বল খেলে। Hamid plays ball.
অভ্যাস জনিত বাক্য:
সে প্রতিদিন সকালে চা পান করে। - He drinks tea everyday.
রহিম নিয়মিত সকালে ঘুম থেকে উঠে। - Rahim gets up early in the morning.
তিনি নিয়িমত সংবাদ পত্র পড়েন। He reads newspaper regularly.
চিরন্তন সত্য বাক্য:
সূর্য পুর্ব দিকে উঠে। The sun rises in the east.
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। The earth moves round the sun.
পানি নিম্নে প্রবাহিত হয়। Water flows down.
ইংরেজী sentence এ Prestent Indefinite tense চেনার উপায়:
ইংরেজী sentence এ subject এর পর verb এর সাথে s / es থাকলে Prestent Indefinite tense হয়। Negative sentence এ subject এর পর do not বা does not থাকলে Prestent Indefinite tense হয়। Interrogative sentence এ subject এর আগে Do বা Does থাকলে Prestent Indefinite tense হয়।
Translation:
মুহিন প্রতিদিন বিদ্যালয়ে যায় – Muhin goes to school regularly.
রহমান সত্য কথা বলে – Rahman speaks the truth.
হামিদ তার শিক্ষকে সম্মান করে – Hamid obeys his teachers.
শিশুটি ঘুমায় – The baby sleeps.
লোকটি একটি সাপ মারে – The man kills a snake.
ছেলেরা মাঠে ফুটবল খেলে – The boys play football in the field.
মেয়েরা রৌদ্রে দৌড়ায় – The girls run in the sun.
পাখিরা আকাশে উড়ে – Birds fly in the sky.
দুলাল একটি কবিতা পড়ে – Dulal reads a poem.
মিজান নদীর পাড়ে বেড়াতে যায় – Mijan goes to the bank of river for a walk.
ঘোড়া ঘাস খায় – The horse eats grass.
তারা লুডু খেলে – The play Ludu.
সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে – The earth moves round the sun.
সূর্য পুর্ব দিকে উঠে – The sun rises in the east.
আমি তোমাকে চিনি – I know you.
সূর্য পশ্চিম দিকে অস্ত যায় – The sun sets in the west.
চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে – The moon moves round the earth.
কামাল গাড়ি চালায় না।– Kamal does not drive a car.
হাসান মাদরাসায় যায় না।– Hasan does not got to madrasah.
রিয়াদ ধুমপান করে না।– Reyad does not smoke.
সে তোমাকে চিনে না। - He does not know you.
হামিদা বাড়ি যায় না।– Hamida does not go home.
শিশুটি কি কাঁদে?- Does the child cry?
জামাল কি মাছ ধরে?- Does Jamal catch fish?
তিনি কি রুটি খান? – Does he eat bead?
আমরা কি ভাত খাই না? – Do we not eat rice?
হাবলু কি খেলতে য়ায়? – Does Hablu go to play?
গরু কি লাঙ্গল টানে? – Does the cow draw the plough?
সে কি প্রত্যেহ চা পান করে? – Does he drink tea regularly?
হাসিব কি গান গায়? – Does Hasib sing a song?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিশুর জ্ঞান বিকাশ

  শিশুর জ্ঞান বিকাশ একটি শিশুর ভুমিষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় তার শিক্ষা জীবন। তার প্রতিটি অঙ্গের সঞ্চালনে রয়েছে শিক্ষা। সুস্থ, স্বাভাবি...