সোমবার, ২২ আগস্ট, ২০২২

What is Past Indefinite Tense?


Past Indefinite Tense
Definition: অতীত কালে কোন কাজ সম্পন্ন হয়েছে বা শেষ হয়েছে, এখন আর হয় না বুঝালে বা এরুপ ভাব প্রকাশ করলে Verb-এর Past Indefinite Tense হয়।
Structure: Subject + Principal Verb-এর Past form + object + Extension.
1st Person:
1. I ate a mango.
2. We grown rice in the field.
2nd Person:
1. You forgot his name.
2. You bought a fine shirt.
3rd Person:
1. He/She/Rahim thought about future.
2. They wrote their own address.
Translation:
আমি বাড়ি গিয়েছিলাম। - I went home.
হাসিব মাছ ধরেছিল। - Hasib caught fish.
তাহারা মসজিদে প্রর্থনা করেছিল। - They prayed in the mosque.
আমি মিথ্যা কথা বলিনিI I did not tell a lie.
জামান গতকাল বিদ্যালয়ে আসেনি। -Jaman did not come to madrasah yesterday.
মা আমাদের জন্য ভাত রান্না করেছিল।– Mother cooked rice for us.
তোমরা বাড়ি গিয়েছিলে। - You went home.
রিমন ছবি এঁকেছিল। –Rimon drew a picture.
তুমি দরিদ্র লোকটিকে সাহায্য করেছিলে। –You helped the poor man.
আমি এ বিষয়ে চিন্তা করেছিলাম।– I thought about this matter.
সে একটি দরখাস্ত লিখেছিল।– He wrote an application?
তারা মাঠে খেলছিল। - They played in the field.
আমি একটি উপন্যাস পড়োছিলাম। - I read a novel.
তোমরা কি এখানে এসেছিলে?– Did you come here?
তিনি আমাকে অনুরোধ করেছিলেন। - He requested me.
আমরা এই গ্রামে বাস করেছিলাম। - We lived in this village.
লোকটি তার দায়িত্ব পালন করেছিল। - The man did his duty.
করিম সত্য কথা বলেছিল।– Karim spoke the truth.
সে অংকটি কষেনি।– He did not do the sum.
গরুটি মাঠে ঘাস খেয়েছিল।– The cow ate grass in the field.
পুলিশ চোরটিকে প্রহার করেছিল।– The police beat the thief.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিশুর জ্ঞান বিকাশ

  শিশুর জ্ঞান বিকাশ একটি শিশুর ভুমিষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় তার শিক্ষা জীবন। তার প্রতিটি অঙ্গের সঞ্চালনে রয়েছে শিক্ষা। সুস্থ, স্বাভাবি...