সোমবার, ২২ আগস্ট, ২০২২

What is Present Perfect Continuous Tense?

Present Perfect Continuous Tense

What is Present Perfect Continuous Tense?
Definition: কোন কাজ বর্তমানে কিছুকাল পূর্ব হতে শুরু হয়ে এখনও চলছে বা হচ্ছে বুঝালে বা এরুপ ভাব প্রকাশ করলে Verb-এর Present Perfect Continuous Tense হয়।
Structure of Present perfect continuous Tense: Subject + have/has been (according to Number and person) + verb + ing + object + Period of time/Point of time + Extension.
1st Person:
I have been reading books for five hours.
We have been working rice since 10Am.
2nd Person:
You have been helping the man since morning.
You have been reading in the school for 2 years.
3rd Person:
He/She/Rahim has been drawing a picture for 1 hour.
They have been living in the village for 10 years.
Translation:
রহমান ৫ ঘন্টা ধরে ঢাকা হতে চট্টগ্রাম আসছে। - Rahman has been coming to Chattagram from Dhaka for five hours.
তারেক পাঁচ বছর থেকে তার কর্তব্য পালন করছে। - Tarek has been doing his duty for five years.
তারা বিড়ালটিকে ৫ মিনিট যাবত প্রহার করছে। - They have beating the cat for five minutes.
আমি ৪ বছর যাবত এই স্কুলে পড়িছ I have been reading in this school for four years.
রহিম দুই ঘন্টা ধরে বইটি পড়ছে। - Rahim has been reading the book for two hours.
মা ১ ঘন্টা যাবত ভাত রান্না করছেন।– Mother has been cooking rice for an hour.
তোমরা ৩ ঘন্টা যাবত বাড়ি যাচ্ছ। - You have been going to home for three hours.
রিমন ৭ ঘন্টা ধরে ছবি আঁকছে –Rimon Has been drawing pictue for seven hours?
তোমরা ২ঘন্টা ধরে ইঁদুরটি তাড়াচ্ছ? –You have been drivign the rat for two hours?
আমি দুই ঘন্টা যাবত এ বিষয়ে চিন্তা করছি।– I have been thinking about this matter for two hours.
সে ১ ঘন্টা যাবত একটি দরখাস্ত লিখছে।– He has been writing an application for an hour?
তারা মাঠে ৩ ঘন্টা ধরে খেলছে। - They have been playing in the field for three hours.
আমি ৪ ঘন্টা যাবত একটি উপন্যাস পড়ছি। - I have been reading a novel for four hours.
তোমরা কি সকাল থেকে এখানে অপেক্ষা করছ?– Have you been waiting here since morning?
ময়নুল ১ ঘন্টা যাবত স্কুলে যাচ্চে। - Moynul has been going to school for an hour?
তারা পাঁচ বছর যাবত এই গ্রামে বাস করছেৃ। - They have been living in this village for five years?
লোকটি তিন বছর যাবত তার দায়িত্ব পালন করছে। - The man has been doing his duty for three years.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিশুর জ্ঞান বিকাশ

  শিশুর জ্ঞান বিকাশ একটি শিশুর ভুমিষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় তার শিক্ষা জীবন। তার প্রতিটি অঙ্গের সঞ্চালনে রয়েছে শিক্ষা। সুস্থ, স্বাভাবি...